Friday, 16 September 2016

ঈমান সম্পর্কে ক্বোরআনের ধারণা The concept of faith Quran

ইমানঃ যে সমস্ত বিষয় সম্পর্কে হিদায়ত ও ইয়াক্বীন সহকারে, চুড়ান্তভাবে একথা সাব্যস্ত হয় যে, সেগুলো দ্বীন-ই-মুহাম্মীরই অন্তর্ভুক্ত, সে সমস্ত বিষয়কে মেনে নেয়া, অন্তরের সাথে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নামই প্রকৃত ঈমান। আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এ কারণেই (ইউ-মিনূনা বিলগায়বি) এর পর (ওয়া ইউকীমূনাস্‌সালাত) এরশাদ করেছেন।

Imanah the topic with guidance and certainty, finally, it was found that they contained Deen-e-muhammirai, to accept all things, believes with the heart and confess with your mouth the name of faith. Faith does not include the period. For this reason (U-minuna bilagayabi) After (wa iukimunassalata) has said.

No comments:

Post a Comment