Sunday 2 October 2016

নামাযে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দাঁড়ানো যাবে না কেন? Stand facing the temple prayer Mokaddas Why not?

সুরা বাক্বারা আয়াত ৪ এর আলোকে, ক্বোরআন পাকের উপর ঈমান আনা যেভাবে প্রত্যেক 'শরীয়তের বিধি-নিষেধ পালনে আদিষ্ট ব্যক্তির উপর ফরয, তেমনি পুর্ববর্তী কিতাবসমুহে বিশ্বাস স্থাপন করাও অপরিহার্য। আল্লাহ তা'আলা হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম- এর পুর্ববর্তী নবীগণের প্রতি যা নাযিল করেছেন, অবশ্য তন্মধ্যে যে সব বিধান আমাদের শরীয়তে রহিত হয়ে গেছে সেগুলোর উপর আমল করা জায়েয নয়; কিন্তু তাতে ঈমান রাখা বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ; পূর্ববর্তী শরীয়তগুলোতে 'বায়তুল মুকাদ্দাস' ক্বিবলা' ছিলো। এর উপর ঈমান আনা তো আমাদের উপর অপরিহার্য; কিন্তু তদানুযায়ী আমল করা, অর্থাৎ নামাযের মধ্যে বায়তুল মুক্বাদ্দাসের দিকে মুখ করে দাঁড়ানো জায়েয হবে না; (কারণ,) তা রহিত হয়ে গেছে।

আরও জানতে এখানে ক্লিক করুন। 


Surah Al-Baqarah verse 4 of the light, believe on the Holy Quran every 'Shariah law forbids Muslims to perform the obligatory, as well as the previous kitabasamuhe believe is essential. Huyura previous Prophets of Allah revealed to the Prophet alayahi oyasallama, however, in the midst of all the provisions of the law were abrogated is not permissible to act on them; But it is recommended to keep the faith. For example; Previous sariyatagulote 'house Hai' Qibla 'was. It is essential to us in the faith; But to act accordingly, the prayer will not be permitted to stand in the temple facing mukbaddasera; (Because) it has been repealed.


To know more click here. 

No comments:

Post a Comment