Saturday 1 October 2016

আহ্‌লে কিতাব বলতে কি বুঝানো হয়েছে? What is meant by the Ahle Book?

সুরা বাক্বারা আয়াত ৪ এ 'আহ্‌লে কিতাব' বলে সেসব মুমিন্দের কথা বুঝানো হয়েছে, যারা নিজ নিজ কিতাব এবং পুর্ববর্তী সমস্ত আসমানী কিতাব ও নবীগণ (আলায়হিমুস সালাম) - এর প্রতি আগত অহীর উপর ইমান এনেছে এবং ক্বোরাআন পাকেরও উপর। আর (মা ঊনযিলা ইলায়কা) দ্বারা সম্পুর্ণ ক্বোরআন পাক ও পুর্ণ শরীয়ত বুঝানো হয়েছে। (জুমাল)

আরও জানতে এখানে ক্লিক করুন।




Surah Al-Baqarah verse 4, "ahle Book" implies that the mumindera, who own all the previous Books, and the Book, and the Prophets (peace be alayahimusa) - the revelation of the faith to believe and on kboraana pakerao. And (mother unayila Ilaika) completed by the Holy Quran and the Torah refers to the full. (Jumala)

Click here to learn more.

No comments:

Post a Comment