Wednesday 12 October 2016

সুরা বাক্বারা আয়াত ১০ এর ব্যাখ্যা Surah Al-Baqarah verse 10 explains

সুরা বাক্বারা আয়াত ১০ঃ তাদের (মুনাফিকদের) অন্তরগুলোতে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ্‌ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের জন্য অবধারিত রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের মিথ্যার পরিণামে।

টীকাঃ ভ্রান্ত আক্বীদা পোষণ করাকেই (আয়াতে) 'অন্তরের ব্যধি' নামে অভিহিত করা হয়েছে। এ থেকে বুঝা গেলো যে, ভ্রান্ত আক্বীদা পোষণ করা 'রূহানী জিন্দেগী' (আত্মিক জিবন)-এর জন্য মারাত্মক ক্ষতিকর।
মাস্‌আলাঃ এ আয়াত থেকে প্রমানিত হলো যে, মিথ্যা বলা হারাম। এর পরিণতি হচ্ছে কঠিন শাস্তি।
টীকা ও মাস্‌আলাঃ কাফিরদের সাথে মেলামেশা, তাদের খাতিরে দ্বীনে শিথিলতা অবলম্বন করা, বাতিল পন্থীদের সাথে চাটুকারিতা, তাদের সন্তুষ্টির জন্য আপোষকারীর ভুমিকা পালন করা এবং সত্য প্রকাশ করা থেকে বিরত থাকা মুনাফিকদেরই বৈশিষ্ট্য ও হারাম। একেই বলা হয়েছে 'মুনাফিকদের বিবাদ'। আজকাল অনেক লোক এটাকে স্বভাবে পরিণত করে নিয়েছে যে, তারা যে সভায় অংশগ্রহণ করে সে সভারই হয়ে যায়। ইসলামে তা সম্পুর্ণ নিষিদ্ধ। যাহের ও বাতেনের মধ্যে সামঞ্জস্য না থাকা বড় দূষণীয়। আরো জানতে এখানে ক্লিক করুন



Surah Al-Baqarah verse 10: those (hypocrites) hearts is a disease, so Allah has increased their disease, and there is a painful punishment decreed for them, they ultimately lies.

NOTE: The erroneous belief shared portion (verse), "heart disease" has been called. This was understood that to entertain the erroneous belief 'spiritual life' (spiritual definitely appreciate) for serious harmful.
Masalah This verse shows that lying is forbidden. The result is a severe punishment.
Masalah notes and associate with those who, for the sake of their adopted religion relaxation, with Republicans rejected flattery, sacrifice for the sake of their role, and to reveal the truth and to refrain from unlawful hypocrites features. According to him, "hypocrites conflict. Nowadays, many people have made it a nature that they took part in the meeting that he was Meeting. It's completely forbidden in Islam. Yahera and do not conform to batenera large pollution
Click here to know more. 

No comments:

Post a Comment