Tuesday 11 October 2016

সুরা বাক্বারা আয়াত ৯ এর ব্যাখ্যা Surah Al-Baqarah verse 9 to explain

সুরা বাক্বারা আয়াত ৯ঃ ধোকা দিতে চায় আল্লাহ্‌ তা'আলা ও ইমানদারদেরকে এবং প্রকৃতপক্ষে, তারা ধোকা দিচ্ছে না, কিন্তু নিজেদের আত্মাকেই এবং তাদের অনুভূতি নেই।

টীকাঃ আল্লাহ্‌ তা'আলা এ থেকে পবিত্র যে, তাকে কেউ ধোকা দিতে পারবে। তিনি সব রহস্য ও গোপনীয় বিষয় সম্পর্কে পূর্ণ অবহিত। (আয়াতের) অর্থ হচ্ছে- মুনাফিকরা নিজেদের ধারণায়, আল্লাহ্‌ তা'আলাকে প্রতারিত করতে চায়; অথবা এ যে, 'আল্লাহ্‌কে প্রতারিত করতে চায়' মানে 'তাঁর রাসূলকে প্রতারিত করতে চায়'। কেননা, তিনি (দঃ) তাঁরই প্রতিনিধি। আর আল্লাহ্‌ তা'আলা আপন হাবীব (সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম)-কে খোদায়ী রহস্যাবলীর জ্ঞান দান করেছেন। তিনি (দঃ) এসব মুনাফিকের গোপনকৃত 'কুফর' সম্পর্কে অবগত এবং মুসলমানগণও তাঁর (দঃ) সংবাদদানের ফলে (সে সম্পর্কে) অবগত। কাজেই, ঐ সব বে-দ্বীনের প্রতারণা না খোদার সাথে কার্যকর, না তাঁর রসূলের সাথে, না মুমিনের সাথে; বরং তারা প্রকৃতপক্ষে নিজেদেরই প্রতারিত করছে।


Surah Al-Baqarah verse 9: wants to deceive Allah and believers, and indeed, they are not blaming, but there is no sense of themselves and their atmakei.

NOTE: This sacred Allah that he will be able to deceive anyone. He is full of secrets and confidential information about the subject. (Verse) the meaning of the concept of being hypocrites themselves, God Almighty wants to deceive; Or that "seeks to deceive God 'means' His Apostle wants to deceive." For example, he (pbuh) His representative. And his habib Allah (Allah's Messenger alayahi) -who mystries divine knowledge. He (pbuh) suppressed the hypocrite 'disbelief' and Muslims aware of his (pbuh) as a result of news bearer (she) knows. So, with the non-religion of God can not deceive or His Messenger, with not a believer; Rather, they are actually delude themselves.
Click here to know more. 

No comments:

Post a Comment