Saturday 8 October 2016

আখিরাতে বিশ্বাস স্থাপন করা To believe in the Hereafter

সুরা বাক্বারার আয়াত ৪-৫ এর আলোকেঃ
অর্থাৎ 'আখিরাত' বা পরলোক এবং এতে যা কিছু রয়েছে, যেমন- প্রতিদান ও হিসাব-নিকাশ ইত্যাদির উপর এমন দৃঢ় বিশ্বাস এবং আস্থা রাখে যে, তাতে বিন্দু মাত্রও সন্দেহ নেই। এতে আহ্‌লে কিতাব ও অন্যান্য কাফিরদের প্রতি ইঙ্গিত রয়েছে, যারা আখিরাত বা পরলোক সম্পর্কে ভ্রান্ত আক্বীদা পোষণ করে।
'আউলিয়া' বা আল্লাহ্‌র প্রিয় বান্দাদের পর শত্রুদের উল্লেখ করা হিদায়তেরই অন্যতম হিকমত। কারণ, এ বিপরীতমুখী বর্ণনা থেকে প্রত্যেকের নিজ নিজ কৃতকর্মের প্রকৃতি ও তাঁর পরিণতির উপর দৃষ্টি নিবদ্ধ হবে।
আরও জানতে এখানে ক্লিক করুন।



Surah Al-Baqarah verse of 4-5 alokeh
That 'Hereafter' or beyond, and it is in such a strong belief in reward and accounts, etc., and is confident that there is no doubt just to the point. It refers to those who are ahle Book and the other, those false beliefs about the Hereafter, or beyond the harbor.
"Saints" or God's favorite people, the enemies of wisdom hidayaterai noted. Because the retro description of the nature and the consequences of their actions will be focused on.

To know more just click here

No comments:

Post a Comment