Tuesday 29 November 2016

মুনাফিকদের চরিত্র ও লক্ষণ

টীকাঃ যেভাবে, অন্ধকার রাতে এবং বৃষ্টি বাদলের ঘন অন্ধকারে মুসাফির দিশেহারা হয়ে যায়; তখন বিজলী চমকিত হলে কিছুদূর সামনে এগিয়ে যায় আর অন্ধকার হলে আবার থমকে দাঁড়িয়ে থাকে; অনুরুপভাবে, ইস্‌লামের বিজয়, মু'জিযাসমূহের আলোক এবং সুখ-স্বাচ্ছন্দ্যের সময় মুনাফিকগণ ইস্‌লামের দিকে ঝুঁকে পড়ে; আবার যখন কোন কষ্ট বা দুঃখ-দুর্দশা এসে পড়ে, তখন তারা কুফরের অন্ধকারে দাঁড়িয়ে থাকে এবং ইস্‌লাম থেকে সরে পড়তে আরম্ভ করে। এ বিষয়কে অন্য আয়াতে এভাবে এরশাদ করেছেন- অনুবাদঃ অর্থাৎ যখন তাঁদেরকে আল্লাহ্‌ ও তাঁর রসূলের প্রতি, তাদের মধ্যে মীমাংসা করে দেয়ার জন্য আহবান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। যদি তারা সত্য হতো, তবে এর প্রতি একান্ত বিশ্বাসের সাথে এগিয়ে আসতো। (খাযিন ও সাভী ইত্যাদি)

NOTE: The dark rainy night, and rain is crazy journey, thick darkness; To the extent the electricity flashed forward once again, and the darkness has stood still; Similarly, the victory of Islam, light and comforts itself incline to Islam during the hypocrites; Again, when a hardship or adversity comes, they stood in the darkness of disbelief and began to turn away from Islam. Thus says the issue has another verse
That is, when Allah and His Messenger anubadah them, are called to make peace between them, some of them turn away. If they were true, but it would proceed with the private beliefs. (Khayina and sabhi etc.)






Keywords: 


quotes about hypocrisy
hypocrite quotes
quotes on hypocrisy
christian hypocrisy
religious hypocrisy
hypocritical christian
   
   

No comments:

Post a Comment