সুরা বাক্বারা আয়াত ১৯- কিংবা যেমন, আসমান থেকে বর্ষণরত বৃষ্টি, যাতে রয়েছে অন্ধকাররাশি, বজ্র ও
বিদ্যুৎ-চমক; (তারা) নিজেদের কানে আঙুল প্রবেশ করিয়ে দিচ্ছে বজ্র-ধ্বনির কারণে,
মৃত্যুর ভয়ে; এবং আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করেই রয়েছেন।
সুরা বাক্বারা আয়াত ২০- বিদ্যুৎ-চমক এমনই মনে হয় যেন তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে যাবে। যখনই
সামান্য বিদ্যুতালোক (তাদের সম্মুখে) উদ্ভাসিত হলো তখন তাতে চলতে লাগলো এবং যখন
অন্ধকারাচ্ছন্ন হলো তখন তারা দাঁড়িয়ে রইলো। আল্লাহ্ ইচ্ছা করলে তাদের কান ও চোখ
নিয়ে যেতেন। নিঃসন্দেহে, আল্লাহ সবকিছু করতে পারেন।
সুরা বাক্বারা আয়াত ১৯-২০ এর শানে নুযূল- দু’জন মুনাফিক হুযুর
(সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম)-এর
দরবারে থেকে মুশরিকদের দিকে পালিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে এমন ধরণের বৃষ্টিপাত আরম্ভ
হলো যার বিবরণ আয়াতে দেওয়া হয়েছে। তা’তে ভয়ানক বজ্রপাত ও বিজলী ছিল। যখন বজ্রপাত হতো তখন তারা নিজেদের কানে আঙুল
প্রবেশ করিয়ে দিতো, যাতে ভীষণ গর্জন কান বিদীর্ণ করে তাদেরকে মৃত্যুমুখে পতিত না
করে। আর যখন বিজলী চমকিত হতো তখন তারা পথ চলতে আরম্ভ করতো। আবার যখন অন্ধকার হয়ে
যেতো তখন অন্ধের মতো দাঁড়িয়ে থাকতো। (এ বিপদসংকুল অবস্থায়) তারা পরস্পর বলতে
লাগলো, “আল্লাহ যদি নিরাপদে ভোর
আনয়ন করেন, তবে আমরা পুনরায় হুযুর (সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম)-এর দরবারে হাযির হয়ে নিজেদের হাত তাঁরই হাতে অর্পণ
করবো।” অতএব, তারা অনুরূপই করেছিলো এবং ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত রইলো। তাদের এ
অবস্থাকে আল্লাহ তা’আলা ঐসব মুনাফিকের জন্য উদাহরণে পরিণত করেছেন, যারা হুযুর সাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লামের মজলিসে হাযির হলে
নিজেদের কানে আঙুল প্রবেশ করিয়ে দিতো, যাতে কখনো হুযূর (দঃ)-এর নসীহত তাদের মধ্যে
প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে, যার কারণে তারা যেন মৃত্যমুখে পতিত হতো! আর যখন
তাদের মাল-দৌলত ও আওলাদ বেশি হতো এবং বিজয় ও গণীমতের সম্পদ অর্জিত হতো তখন বিজলীর
আলোকপ্রাপ্তদের ন্যায় সম্মুখে অগ্রসর হতো এবং বলতো, “এখনতো ‘দ্বীন-ই-মুহাম্মদী’ (দঃ) সত্য।” আর যখন তাদের ধনসম্পদ ও আওলাদ ক্ষতিগ্রস্থ হতো এবং কোন বালা-মুসিবত আসতো, তখন
বৃষ্টির ঘন অন্ধকারে থমকে দাঁড়ানো লোকদের ন্যায় বলতো যে, এসব মুসীবত তো সে দ্বীনের
কারণেই এসেছে এবং ইসলাম ত্যাগ করতো। (ইমাম সুয়ূতী প্রণীত ‘লুবাবুন্নুকূল)
Surah Al-Baqarah, verse 19, or, for example, time of rain rain from the sky, so there dark, thunder, and lightning-bolt; (They) are entering their fingers in their ears to the sounds of thunder, fear of death; And it is Allah encompasses the unbelievers.
Surah Al-Baqarah verse 20 seems such a surprise that electricity will take away their eyesight. Whenever a light of elecric (before them), then it is exposed to continued and when they stood in the dark. If you wish God would take their ears and eyes. Indeed, God can do everything.
Surah Al-Baqarah verse sane nuyula of 1920, two hypocrite huyura (alayahi Allah's Messenger) from the court of escape was to the pagans. One way to begin the story in verse such precipitation has been given. In what was a terrible thunder and electricity. When it was struck by lightning when they were entering their ears, fingers, ears torn roar so terrible that they do not die. I was startled when the electricity used to run the way they are. Then again, when it becomes dark like blind men were standing. (A hazardous situation), they began to say among themselves, "If God brings the dawn of peace, but we re-huyura (alayahi Allah's Apostle) went to the court of their hands will be placed in his hand." Therefore, they were similar and Islam established religion remained. For example, they state that Allah has made them a hypocrite, who is sitting in the company huyura Muhammad is the Messenger of Allah alayahi would insert their fingers in their ears, so sometimes Huzur (pbuh) and the reaction can not preach to them, which they would have fallen due to dead! And when it was over and the victory of their wealth and booty-riches and the descent of the electricity assets were acquired alokapraptadera would like a forward and said, "Now deen-e-muhammadi '(pbuh) is the truth." And when they were affected by wealth and descent and a bangle-affliction came, he would like them to stand still in the dark, dense rain, the disaster because he has religion and Islam would leave. (Imam suyuti made 'lubabunnukula)
To know more just click here.
No comments:
Post a Comment