Monday 19 December 2016

বিস্‌মিল্লাহ কখন ও কীভাবে পড়তে হয়? আসুন মাসাআলা জানি।




তা আউজঃ ' আউজু বিল্লাহিমিনাশ শায়তানির রাজীম' কে তা আউজ বলা হয়।
তাসমি্য়াঃ 'বিস্‌মিল্লাহির রাহমানির রাহীম' কে তাস্‌মিয়া বলা হয়।


মাসাআলা-১ঃ ক্বোরআন তেলাওয়াত শুরু করার সময় তা আউজ পড়া সুন্নাত। তবে শিক্ষক পড়ানোর সময় ছাত্রের পড়া সুন্নাত নয়।
Image result for বিসমিল্লাহমাসাআলা-২ঃ ইমাম অথবা একাকী নামাজ আদায়ের সময় সানা ও তাস্‌মিয়া নীরবে পড়া উচিত।
মাসাআলা-৩ঃ সূরা বারাআত (সূরা তাওবা) ব্যতীত সকল সূরার আরম্ভে তাস্‌মিয়া পড়া উচিত।
মাসাআলা-৪ঃ সকল বৈধ কাজের পূর্বে বিস্‌মিল্লাহ বলা উচিত। তবে 'নাজায়েজ' বা অবৈধ কাজের পূর্বে বিস্‌মিল্লাহ বলা নিষিদ্ধ।

No comments:

Post a Comment