সুরা বাক্বারাআয়াত ২১. হে মানবকুল! (তোমরা) স্বীয় প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং
তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন; এ আশা করে যে, তোমাদের পরহেয্গারী অর্জিত
হবে।

মাস্আলাঃ
কাফিরগণও ইবাদতে আদিষ্ট। যেমন, কারো ওযুবিহীন হওয়া তার উপর নামায ফরয হওয়ায় কোন
বাধা সৃষ্টি করেনা, তেমনি কোন ব্যক্তির কাফির হওয়াও কারো উপর ইবাদত ওয়াজিব হবার
জন্য বাধা নয়। যেমন, ওজুবিহীন ব্যক্তির উপর নামায ফরয হওয়া ‘হাদস্’ দূর করা
অর্থাৎ পবিত্রতা অর্জন করাকে অপরিহার্য করে দেয়, অনুরূপভাবে, কাফিরের উপর ইবাদত
ফরয হবার কারণে কুফর পরিহার করাও অপরিহার্য হয়ে যায়।
These serve to honor the final stage, which is his slave, 'abadiyata "or" being a servant "and god' uluhiyyat on the firm belief that with the mouth confession is displayed. Here (in this verse) of worship comprehensive. Ete all classes and types, and "avenge and phuru 'or branches of the fundamental issues and includes prasakhasamuha.
Masalah kaphiraganao commanded worship. For example, the oyubihina somebody does not prevent him being obligatory prayer, so prayer is obligatory upon a person's being a kafir is to be prevented. For example, the obligatory prayer ojubihina person "hadas" it is essential that the elimination of the Purification, likewise, on kaphirera obligatory prayer is essential to avoid being disbelieved.
Keywords: worship songs, gospel songs, praise and worship songs, worship music, praise and worship, praise songs, songs of worship praise & worship songs
No comments:
Post a Comment