Sunday 9 October 2016

সুরা বাক্বারার আয়াত ৬-২০ এর শানে নুযুল Surah Al-Baqarah verse 6-20 of the sane nuyula

শানে নুযুলঃ এ আয়াতে আবূ জাহ্‌ল ও আবূ লাহাব প্রমুখ কাফির সম্পর্কে অবতীর্ণ হয়েছে, আল্লাহ্‌র জ্ঞানে, ঈমান থেকে বঞ্চিত। এ জন্যই তাদের বেলায় আল্লাহ্‌ তা'আলার বিরোধিতা করে প্রদর্শন করা কিংবা না করা- উভয়ই সমান; তাদের ক্ষেত্রে তা ফলপ্রসূ হবে না। তবুও হুযুর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এর প্রচেষ্টা বৃথা যাবে না। কারণ, সাধারণতঃ রিসালাতের পদ-মর্যাদার দায়িত্ব হলো পথ প্রদর্শন করা, দলীল প্রতিষ্ঠা করা এবং পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া।

মাস্‌আলাঃ যদিও জন্সাধারণ হিদায়ত গ্রহন না করে তবুও পথপ্রদর্শক তাঁর পথ প্রদর্শনের সাওয়াব পাবেন। এ আয়াতে হুযুর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এর পবিত্র অন্তরে শান্তনা দেয়া হয়েছে, যেন কাফিরগন ঈমান গ্রহন না করলেও তিনি মর্মাহত না হন। তাঁর প্রচেষ্টাই হচ্ছে দ্বীনের পরিপূর্ণ দাওয়াত পৌঁছানো। এর প্রতিদান অবশ্যই মিলবে। বঞ্চিত তো ঐ হতভাগ্য লোকেরাই, যারা তাঁর (দঃ) আনুগত্য করেনি।... বিস্তারিত পড়ুন



Abu Lahab and Abu jahla nuyulah sane in this verse has been revealed about disbelievers, among others, the knowledge of God, deprived of faith. That is why they oppose Allah, the display is the same whether or not kara; It will not benefit them. Yet huyura alayahi Allah's Apostle's efforts will not go in vain. Because it is usually the responsibility of the dignity of the office of prophethood to show the way, to establish and document fully convey to the people the message of religion.

Even though masalah jansadharana not accept guidance of his way to show a guide will reward. In this verse, Allah alayahi huyura's comfort has been at the heart of the Holy Apostle, if you do not accept the kaphiragana believe he was not shocked. His efforts to reach the message of Islam is full. Must match the reward. He deprived the poor people, who in his (pbuh) did not obey. ... Read More

No comments:

Post a Comment