Monday 10 October 2016

সুরা বাক্বারা আয়াত ৬-৭ এর ব্যাখ্যা Surah Al-Baqarah verses 6-7 of the show


সুরা বাক্বারা আয়াত ৬ঃ নিশয় তারা, যাদের অদৃষ্টে কুফর রয়েছে তাদের জন্য সমান-চাই আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন কিংবা না-ই করুন। তারা ঈমান আনার নয়। 
সুরা বাক্বারা আয়াত ৭ঃ আল্লাহ্‌ তাদের অন্তরগুলোর উপর এবং কানগুলোর উপর মোহর ছেপে দিয়েছেন। আর তাদের চোখের উপর কালো-ঠুলী (আবরণ) রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। 

কুফরঃ আল্লাহ্‌র অস্তিত্ব কিংবা তাঁর একত্ববাদ অথবা কোন নবীর নবূয়ত কিংবা যে সমস্ত বিষয় দ্বীনের অঙ্গ হিসেবে সুস্পষ্ট, সে সব বিষয় থেকে কোন একটা বিষয়কে অস্বীকার করা অথবা এমন কোন কাজ করা, যা শরীয়ত মতে অস্বীকারেরই দলীল হয়- তাই 'কুফর'। 
টীকাঃ সারকথা হলো- কাফিররা গোমরাহি বা পথভ্রষ্টতার মধ্যে এমনভাবে নিমজ্জিত যে, তারা সত্য দেখা, শুনা এবং বুঝা থেকে এমনিভাবে বঞ্চিত হয়ে গেছে যেমন কারো হৃদয় ও কানের উপর মোহর লেগেছে এবং চোখের উপর পর্দা ঢাকা পড়েছে।
মাস্‌আলাঃ এ আয়াত দ্বারা বুঝা যায় যে, বান্দার কার্যাদিও আল্লাহ্‌র ক্ষমতারই আয়ত্বাধীন।
তীকাঃ এতে বুঝা গেল যে, হিদায়তের পথসমুহ প্রথম থেকেই তাদের জন বন্ধ ছিলোনা, যাতে তারা কোন ওজর (অজুহাত) পেশ করার সুযোগ পেতো; বরং তাদের কুফর, গোঁড়ামী, অবাধ্যতা, অধার্মিকতা, সত্যের বিরোধিতা এবং নবীগণ (আলায়হিমুস সালাম)-এর প্রতি শত্রুতারই এটা পরিণাম। উদাহরণস্বরূপ, যদি কেউ চিকিৎসকের বিরোধিতা করে আর প্রাণনাশক বিষ পান করে এবং তাঁর জন্য ঔষধের মাধামে উপকৃত হবার কোন উপায়ই না থাকে, তবে সে ব্যাক্তিই তিরস্কারের উপযোগী।




Surah Al-Baqarah, verse 6: nisaya they are equal to those adrste disbelief and warn them or do not want to do. They are not believed.
Surah Al-Baqarah verse 7: He has produced a seal upon their hearts and ears. And in their eyes, black-thuli (cover) and there is a great punishment for them.
Concerning the existence of God or his prophet nabuyata kupharah or religion, or as part of the subject is obvious, from the denial of an issue, or any work, according to the Law, which happened asbikarerai authority 'disbelief'.
Masalah by this verse indicates that the power of God, subjected to slave functions.
It was understood that tikah, pathasamuha right path from the very beginning was not close to their people, so they have no excuse (excuses) could have the opportunity to present; Their disbelief, bigotry, disobedience, unrighteousness, opposed to the truth and the Prophets (peace be upon alayahimusa) of satrutarai it towards the end. For example, if one of the lethal poison, as opposed to doctors and medicines for the benefit of madhame is no chance, however, for the man reprimand.

No comments:

Post a Comment