Monday 10 October 2016

সুরা বাক্বারা আয়াত ৮-১৩ Surah Al-Baqarah verses 8-13

আয়াত ৮ ঃ এবং কিছু লোক বলে, 'আমরা আল্লাহ্‌ ও শেষ দিনের উপর ঈমান এনেছি।' এবং (আসলে) তারা ইমানদার নয়। 
আয়াত ৯ ঃ ধোকা দিতে চায় আল্লাহ্‌ তা'আলা ও ঈমান্দারদেরকে এবং প্রকৃতপক্ষে, তারা ধোকা দিচ্ছে না, কিন্তু নিজেদের আত্মাকেই এবং তাদের অনুভূতি নেই। 
আয়াত ১০ ঃ তাদের অন্তরগুলোতে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ্‌ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের জন্য অবধারিত রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের মিথ্যার পরিণামে। 
আয়াত ১১ ঃ তাদেরকে যখন বলা হয়, 'পৃথিবীতে বিবাদ সৃষ্টি করোনা' তখন তারা বলে, 'আমরাই তো সংশোধনবাদী।' 
আয়াত ১২ ঃ শুনছো! তারাই বিবাদ সৃষতিকারী; কিন্তু তাদের সে অনুভূতি নেই। 
আয়ত ১৩ ঃ এবং যখন তাদেরকে বলা হয়, "ঈমান আনো  যেমন অপরাপর লোকেরা ঈমান এনেছে' তখন তারা বলে, 'নির্বোধদের মতো কি আমরাও বিশ্বাস (ঈমান) স্থাপন করবো?' শুনছো! তারাই হলো নির্বোধ; কিন্ত তারা তা জানে না। 


Verse 8: And some people say, 'We believe in Allah and the Last Day. " And (in fact) they are not Christians.
Verse 9: The desire to deceive Allah and his believers , and indeed, they are not blaming, but there is no sense of themselves and their souls.
Verse 10: In their hearts is a disease, so Allah their disease increase, and they will inevitably have a painful chastisement, for their lies, ultimately.
Verse 11: When they are told, "Do not dispute the earth," they say, "We are revisionist."
Revelations 1: The listening! They srsatikari conflict; But he does not have feelings.
Size 13 is: And when they are told, "Believe as other people believe, 'they say,' foolish as what we believe (believe) will put?" Hear! They are the fools, but they do not know.


No comments:

Post a Comment